স্টাফ রিপোর্টার : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ (বৃহস্পতিবার) আদালতে হাজির হবেন। গতকাল বুধবার তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান। গত ১৯ মে খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় এ মামলায় তাঁর আত্মপক্ষ সমর্থন পঞ্চম দফায় পিছিয়ে যায়। খালেদা জিয়ার অসুস্থতার কারণ দেখিয়ে তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া ওইদিন আবারও সময় চেয়ে আবেদন করেন। ওই আবেদন শুনে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার নতুন দিন ধার্য করেন। একই সঙ্গে নির্ধারিত দিনে খালেদা জিয়াকে হাজির হতে নির্দেশ দেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলেও আদালত জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন