শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জনগণ নির্বাচনের আগ্রহ হারিয়ে ফেলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ১২:০৮ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বর্তমান সরকারের অধীনে দেশের জনগণ নির্বাচনের আগ্রহ হারিয়ে ফেলেছে। কোন ভোটার ভোট কেন্দ্রে যাচ্ছে না, এমনকি মসজিদের মাইক দিয়ে ঘোষণা দিয়েও ভোটারদের ভোট কেন্দ্রে আনতে পারেনি। এভাবে চলতে থাকলে দেশ ভয়াবহ অবস্থার দিকে চলে যাবে।

এতে সাধারণ মানুষ সরকার থেকে মুখ ফিরিয়ে নিবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখি করতে সরকার ব্যর্থ হয়েছে। এই সরকারের অধীনে কোন রাজনৈতিক দল নির্বাচনে যেতে আগ্রহী নয়। এটা দেশ ও জনগণের জন্য অশনিসংকেত। যা কারো কাম্য নয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমেলার এক জরুরি সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, আলহাজ্ব আমিনুল ইসলাম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন