বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পশ্চিমাঞ্চল রেলেও হাইস্পিড ট্রেন চালু করা হবে : রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ৩:০৫ পিএম

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, দেশের পশ্চিমাঞ্চলেও হাইস্পিড ট্রেন চালু করা হবে। বাংলাদেশ রেলওয়েকে আরও যাত্রীবান্ধব করার জন্য লোকবল এক লাখের ওপরে নিয়ে যাওয়া হবে।

আজ শনিবার সকালে পাবনার ঈশ্বরদীর পাকশীতে পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ১১তম (সিপাহী) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকার রেল ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, সাশ্রয়ী ও আরামদায়ক রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি। অন্যান্য বিভাগের মত যাত্রী সেবায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের আস্থা অর্জন করে সর্বোত্তম সেবা দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম, পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক খোন্দকার শহিদুল ইসলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন