রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শীর্ষেন্দুর ‘বনি’ অবলম্বনে সায়েন্স ফিকশন নির্মাণ করবেন পরমব্রত, জুটি কোয়েল

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৯, ১২:৩১ এএম

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কিশোর উপন্যাস ‘বনি’ অবলম্বনে সায়েন্স ফিকশন চলচ্চিত্র নির্মাণ করবেন আর তাতে তার জুটি হিসেবে থাকবেন কোয়েল মল্লিক। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করবেন অঞ্জন দত্ত, কাঞ্চন মল্লিক আর বিদেশি কিছু শিল্পী। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়। পরমব্রত-কোয়েল অভিনীত সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘যকের ধন’ সিরিজের ‘সাগরদ্বীপে যকের ধন’ ফিল্মটি এখনও মুক্তি পায়নি আর নতুন এই ফিল্মের ঘোষণা এলো। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘বনি’তে মুখ্য চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিককে। এছাড়াও রয়েছেন এবং কিছু বিদেশি অভিনেতা। বাংলায় খুব বেশি সাইফাই চলচ্চিত্র নির্মিত হয়নি। এর আগে শীর্ষেন্দুর গল্প নিয়ে অভিজিত চৌধুরী পরিচালিত ‘পাতালঘর’ (২০০৩) নির্মিত হয়েছিল; ফিল্মটি খুব জনপ্রিয়তা পেয়েছিল। আগামীতে দেখা যাবে সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে সন্দ্বীপ রায় পরিচালিত ‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’। ‘বনি’র গল্প বনি নামে এক শিশুকে নিয়ে, তার বাবা-মা থাকে মিলানে।বাবা-মা জানতে পারে তাদের সন্তানের অতিপ্রাকৃতিক ক্ষমতা রয়েছে। এক বিজ্ঞানী দম্পতি ওই শিশুটির খোঁজে মিলানের উদ্দেশ্যে রওনা দেন। ১৭ জুন থেকে শুরু হবে ফিল্মটির শুটিং। কোলকাতা ও ইতালিতে শুটিং হবে। নির্মিত হবে সুরিন্দর ফিল্মসের ব্যানারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন