বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্রবল বিরোধিতা উপেক্ষা করে ভারতের লোকসভায় তিন তালাক বিল পেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ৮:৪২ পিএম

প্রবল বিরোধিতা উপেক্ষা করে ভারতের লোকসভায় তিন তালাক বিল পেশ করা হয়েছে। শুক্রবার (২১ জুন) বিরোধী পক্ষের প্রতিবাদ সত্ত্বেও বিতর্কিত এই বিলটি পেশ করা হয়।

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর এটিই লোকসভায় প্রথম বিল। এর আগে ষষ্ঠদশ লোকসভায় বিলটি পাশ হয়ে রাজ্যসভায় আটকে ছিল। কিন্তু মেয়াদ শেষ হওয়ার জন্য তা বাতিল হয়ে যায়। ওই বিলে স্ত্রীকে তিনবার তালাক শব্দ উচ্চারণ করে কেউ বিবাহ বিচ্ছেদ করলে তাকে তিন বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছিল।

নতুন বিলটিতেও একই ধরণের বিধান রাখা হয়েছে। বিরোধীদের দাবি, একতরফাভাবে মুসলমানদের লক্ষ্য করেই এটি পেশ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন