শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইথিওপিয়ায় অভ্যুত্থান ব্যর্থ, সেনাপ্রধান গুলিবিদ্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৯, ৩:৫০ পিএম

আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ব্যর্থ একটি সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা ঠেকানোর সময় গুলিবিদ্ধ হয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল সিরে মেকোনেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রধানমন্ত্রী আবি আহমেদ বলেছেন, ‘শনিবার রাজধানী আদ্দিস আবাবার উত্তরাঞ্চলীয় একটি শহরে বিদ্রোহীদের অভ্যুত্থান চেষ্টা দমনের সময় তিনি আচমকা গুলিবিদ্ধ হন।’

একই দিন সন্ধ্যায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী আবি বলেন, ‘বিদ্রোহীদের এই অভ্যুত্থান প্রচেষ্টা ঠেকানোর সময় আমাদের অনেক সদস্যই হতাহত হয়েছেন; যাদের মধ্যে সেনাপ্রধান জেনারেল সিরে মেকোনেনও রয়েছেন।’

যদিও প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি বিলিনে সিয়াম জানান, দেশটির আমহারা প্রদেশে অভ্যুত্থান চেষ্টাকারীদের বাধা দেওয়ার সময় আচমকা গুলিবিদ্ধ হন জেনারেল সিরে। তবে এই গুলিতে তিনি মারা গেছেন নাকি আহত হয়েছেন তা এখনও পরিষ্কার নয়। যদিও ধারণা করা হচ্ছে, সিরের আশপাশে থাকা লোকজনই তাকে গুলিবিদ্ধ করেছে।

এ দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইথিওপিয়ান প্রধানমন্ত্রী এও বলেছেন, ‘আমহারা প্রদেশের আঞ্চলিক সরকারি কর্মকর্তারা একটি বৈঠক করার সময় অভ্যুত্থান চেষ্টা হয়। আর এতেই এ হতাহতের ঘটনা ঘটে।’

যদিও বিশ্লেষকদের দাবি, আফ্রিকা মহাদেশের এই দেশটিতে মোট নয়টি ফেডারেল প্রদেশ রয়েছে। গত বছর ক্ষমতা গ্রহণের পর থেকে ‘হর্ন অব আফ্রিকা’ হিসেবে পরিচিত প্রায় ১০ কোটি মানুষের এই দেশটিতে রাজনৈতিক সংস্কার আনার চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী আবি। যার অংশ হিসেবে দেশটির সকল রাজবন্দিদের মুক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিচারাধীন সরকারি কর্মকর্তাদের রেহাই দেন তিনি। যদিও এত কিছুর পরও আবি নেতৃত্বাধীন সরকার দেশটিতে সহিংসতা প্রতিহতে ব্যাপক লড়াই করে যাচ্ছে। সূত্র: রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন