শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দিনাজপুরে হত্যা মামলায় ২ সহোদরের মৃত্যুদন্ড, ১৭ জনের যাবজ্জীবন কারাদন্ড

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৯, ৮:১৮ পিএম

দিনাজপুরের বিরল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ১ জন নিহতের ঘটনায় ২ সহোদরকে মৃত্যুদন্ড ও ১৭ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। আজ রোববার (২৩ জুন) দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আনোয়ারুল হক এই রায় প্রদান করেন।
মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ২ আসামী হলেন বিরল উপজেলার রতনৌর গ্রামের আব্দুর রহমানের ২ ছেলে জাহাঙ্গীর আলম ও শরিফুল ইসলাম। ২ আসামীর মৃত্যুদন্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও ৭ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক।
মামলার যাবজ্জীবন কারাদন্ডের আসামী হলেন রতনৌর গ্রামের আব্দুর রহমানের অপর ২ ছেলে আব্দুর রাজ্জাক, মোহবুর রহমান, চান মোহাম্মদের ছেলে মতিবুর রহমান ওরফে মতিউর রহমান মঙ্গলু, মতিবুর রহমান ওরফে মতিউর রহমান মঙ্গলুর ছেলে জাফরুল হক, মৃত সমির উদ্দীনের ছেলে আব্দুর রহমান, মতিবুর রহমান ওরফে মতিউর রহমান মঙ্গলুর স্ত্রী নুর নেহার, আব্দুর রহমানের স্ত্রী সুরাতন নেছা, মতিবুর রহমান ওরফে মতিউর রহমান মঙ্গলুর ছেলে ছেলে রাসেল হক, আব্দুল মালেকের ছেলে গোলাম রব্বানী, মৃত কেরাম উদ্দীন সরকারের ছেলে আব্দুস সামাদ, মৃত মেনু মোহাম্মদের ছেলে নাজমুল হক, শরিফুল ইসলামের স্ত্রী আকলিমা খাতুন, নাজমুল হকের স্ত্রী মল্লিকা বেগম, হযরত আলীর ছেলে রোস্তম আলী, রোস্তম আলীর স্ত্রী তাজুন নেহার, ঝানঝু মোহাম্মদের ছেলে আনিছুর রহমান ও আনিছুর রহমানের স্ত্রী কুলসুমা খাতুন। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ১৭ জনকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার জরিমানা অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদন্ড এবং ৭ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন বিচারক। ১৯ আসামীর মধ্যে আব্দুর রহমান ও আকলিমা খাতুন পলাতক রয়েছেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২৯ অক্টোবর সকাল ১০টায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর রতনৌর গ্রামের আব্দুল বারী মারা যান।
মামলাটি সরকার পক্ষে পরিচালক করেন অতিরিক্ত পিপি মোঃ হাসনে ইমাম নয়ন ও এ্যাডঃ একরামুল আমিন। আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন মাজহারুল ইসলাম সরকার, মোঃ মোসলেম উদ্দিন সরকার ও স্টেট ডিফেন্স কৌশুরী মোঃ খলিলুর রহমান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন