বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সরিষাবাড়ীর ৫ মাদরাসায় তথ্য প্রতিমন্ত্রীর কম্পিউটার বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৯, ১২:০৫ এএম

সরিষাবাড়ী উপজেলার ২২ টি মাদরাসার মধ্যে সেরা ৫টি মাদরাসায় প্রত্যেককে ২৫ হাজার টাকার নগদ একটি করে চেক ও একটি করে কম্পিউটার বিতরণ করে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের এমপি তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। গত শনিবার সকালে প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের গ্রামের বাড়ী দৌলতপুরে এ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রীর চাচা বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার মো. সিদ্দিকুর রহমান তালুকদার।

এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রীর স্থানীয় প্রতিনিধি সাখাওয়াতুল আলম মুকুল, সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান, পিংনা সুজাত আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুল ইসলাম, দৌলতপুর ফাজিল মাদরাসার সভাপতি আ. রহিম, অধ্যক্ষ আ. খালেক, পঞ্চাশী রেজাউল হক কাবেরিয়া দাখিল মাদরাসার সুপার এম এ মান্নান, গাড়ডোবা আলিম মাদরাসার অধ্যক্ষ আলতাফ হোসেন, মালিপাড়া দাখিল মাদরাসার সুপার মমতাজ উদ্দিন, বাঘআচড়া দাখিল মাদরাসার সুপার আলহাজ আজগর আলীসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। মন্ত্রী পরে সরিষাবাড়ীসহ সারা দেশের মাদরাসার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অবদান তুলে ধরেন। উল্লেখ্য উপজেলার দক্ষিনাঞ্চলে অবস্থিত পঞ্চাশী রেজাউল হক কাবেরিয়া দাখিল মাদরাসা, দৌলতপুর ফাজিল মাদরাসা, গাড়ডোবা সিরাতুন্নবী আলিম মাদরাসা, মালিপাড়া ইসলামীয়া দাখিল মাদরাসা ও বাঘআচড়া ইসলামীয়া দাখিল মাদরাসায় প্রতি বছর ভালো ফলাফল করায় তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সহায়তায় ঐ ৫টি মাদরাসাকে আরো বেশী ভালো ফলাফলের উৎসাহ প্রেরনায় এ নগদ অর্থ ও কম্পিউটার বিতরনের সিদ্ধান্ত নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন