শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হলিউড শীর্ষ পাঁচ

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৯, ১২:০৫ এএম

১. মেন ইন ব্ল্যাক : ইন্টারন্যাশনাল ২. দ্য সিক্রেট লাইফ অফ পেটস টু
৩. আলাদিন ৪. এক্স-মেন : ডার্ক ফিনিক্স ৫. শ্যাফ্ট

শ্যাফ্ট
টিম স্টোরি পরিচালিত অ্যাকশন কমেডি ফিল্ম ‘শ্যাফ্ট’। ‘বারবার শপ’ (২০০২), ‘ট্যাক্সি’ (২০০৪), ‘ফ্যান্টাস্টিক ফোর’ (২০০৫), ‘ফ্যান্টাস্টিক ফোর : রাইজ অফ দ্য সিলভার সার্ফার’ (২০০৭), ‘হারিকেন সিজন’ (২০১০), ‘থিংক লাইক আ ম্যান’ (২০১২), ‘কেভিন হার্ট : লেট মি এক্সপ্লেইন’ (২০১৪), ‘থিংক লাইক আ ম্যান টু’ (২০১৪), ‘রাইড অ্যালঙ’ (২০১৪), ‘রাইড অ্যালঙ টু’ (২০১৬), ‘কেভিন হার্ট : হোয়াট নাউ?’ (২০১৬) স্টোরি পরিচালিত চলচ্চিত্র। ১৯৭১ সালে শুরু হওয়া সিরিজের পঞ্চম পর্ব।
মাদকের ওভারডোজে প্রিয় বন্ধু করিমের (এভান জোগিয়া) মৃত্যু জন শ্যাফ্ট জুনিয়রের ওরফে জেজে (জেসি টি. আশার) কোনোভাবেই মেনে নিতে পারে না কারণ সে জানে করিম অনেকদিন মাদক থেকে দূরে ছিল। সে নিজে এফবিআইয়ের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হলেও বিষয়টার তল করতে ব্যর্থ হয়ে বাবা জন শ্যাফ্ট দ্য টুর ( স্যামুয়েল এল. জ্যাকসন) শরণাপন্ন হয়। হারলেমের হেরোইনের আড্ডা সম্পর্কে ভাল জ্ঞান থাকলেও বোঝা গেল কেস আরও জটিল তাই তার জন শ্যাফ্ট সিনিয়রের ( রিচার্ড রাউন্ডট্রি) সহায়তা চায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন