বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আবারও এলআরবিতে ভাঙন!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৯, ১২:০৬ এএম

ব্যান্ড সঙ্গীতের লিজেন্ড আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর থেকে তার গড়া এলআরবি নিয়ে একের পর এক সমস্যা তৈরি হচ্ছে। গত ৫ এপ্রিল ব্যান্ডটির জন্মদিনে এলআরবির ভোকাল হিসেবে বালামের নাম ঘোষণা করা হয়। এর দশ দিন যেতে না যেতেই ব্যান্ডটির নাম পরিবর্তন করে রাখা হয় বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। এতে আপত্তি করে তীব্র নিন্দায় জানায় আইয়ুব বাচ্চুর পরিবার। পরবর্তীতে বাচ্চুর পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে ফের ব্যান্ডটির এলআরবি নাম বহাল রাখা হয়। এখন আবার বির্তক দেখা দিয়েছে ব্যান্ডটিতে। শোনা যাচ্ছে, এলআরবির সদস্যরা এখন দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছেন। এরইমধ্যে ব্যান্ডটির অন্যতম সদস্য স্বপন ও রোমেল আলাদাভাবে শো করা শুরু করে দিয়েছেন। শোতে থাকছেন না ব্যান্ডের অন্যান্য সদস্যরা। এলআরবির অন্যতম সদস্য সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ বলেন, সাইদুল হাসান স্বপন ভাই এলআরবির প্রতিষ্ঠাকালীন সদস্য। সেই সম্মান ওনাকে অবশ্যই করি। কিন্তু বাচ্চু ভাইয়ের সম্মান নষ্ট করতে চাইনি বলে ওনার সঙ্গে আমাদের বোঝাবুঝিতে সমস্যা হচ্ছে। ২১ জুন গুলশানের ক্যাডেট কলেজ ক্লাবে স্বপন-রোমেল ভাইয়েরা একটি শো করেছে। এ বিষয়ে আমাদের জানাননি। এর কারণ জানতে চাইলে তিনি আরও বলেন, বাচ্চু ভাইয়ের নাম বিক্রি করে আমরা পেট চালাতে চাই না। এলআরবি কোনো অখ্যাত ব্যান্ড না। আমাদের ২০/২৫ হাজার টাকার শো করতে হবে কেনো? এ বিষয়গুলো নিয়ে আপত্তি করায় তারা আমাদের এড়িয়ে চলছেন। এর বেশি আর কিছু বলতে চাচ্ছি না। উল্লেখ্য, ১৯৯০ সালের ৫ এপ্রিল এলআরবি গড়ে তোলেন আইয়ুব বাচ্চু। প্রথম ব্যান্ডটির নাম রাখা হয়েছিলো লিটল রিভার ব্যান্ড (এলআরবি)। পরবর্তীতে ১৯৯৭ সালে এই নাম বদল করে রাখা হয় লাভ রানস ব্লাইন্ড (এলআরবি)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন