শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া ইতালিতে ভূমিকম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৯, ১২:০৫ এএম

ইন্দোনেশিয়ার উপকূলের কাছাকাছি বান্দা সাগরে ৭ দশমিক ৫ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত করেছে। ওই ভূমিকম্পটির তীব্রতা এতোটাই ছিল যে, কয়েকশ’ কিলোমিটার দূরে অবস্থিত অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের মানুষজন ভবন ছেড়ে রাস্তায় নেমে আসে। ইতালির রোমে ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রোববার দিবাগত রাত ২টা ৪৩ মিনিটে রাজধানীর মেট্রোপলিটন সিটি কলোনা থেকে এক কিলোমিটার দূরে ৯ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প অনুভূত হয়। রাজধানীর তলদেশে, বিশেষ করে রাজধানীর উত্তর ও পূর্বাঞ্চলীয় অঞ্চলে কম্পনটি অনুভূত হয়। এর ফলে মুহূর্তে আতঙ্কিত হয়ে অনেকেই ঘর-বাড়ি, দোকান, ক্লাব, বার থেকে রাস্তায় নেমে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হাওয়াই ভিত্তিক প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, ভয়াবহ ওই ভূমিকম্পের গভীরতা ছিল ২১৪ কিলোমিটার। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পূর্ব তিমুরের রাজধানী দিলি থেকে ৪৬৩ কিলোমিটার ও ইন্দোনেশিয়ার অ্যাম্বন দ্বীপের ৩২১ কিলোমিটার দক্ষিণে। তবে উৎপত্তিস্থল থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত হওয়া সত্তে¡ও অস্ট্রেলিয়ার ডারউইন শহরে তীব্র কম্পন অনুভূত হয়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন