শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আ স ম রব

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৯, ১২:০৫ এএম

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব হৃদরোগ জনিত অসুস্থতায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছে। গত ২২ জুন হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
বর্তমানে তিনি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ মমিনুজ্জামানের তত্ত¡াবধানে চিকিৎসাধীন আছেন। গত রোববার আ স ম রব এর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। এরপর হৃদযন্ত্রে রিং পরানো হয়েছে বলে জানিয়েছেন তার ব্যাক্তিগত সহকারী শহিদুল্লাহ ফরায়জী।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মহামুদ চৌধুরী গত ২৩ জুন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা আ স ম আবদুর রবকে দেখতে হাসপাতালে যান। তারা তার চিকিৎসার খোঁজখবর নেন। আ স ম রব এ সব তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাঁর রোগ মুক্তির জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন