শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোর সীমান্তে ভারতীয় ফেনসিডিল আটক

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৯, ৫:৩৪ পিএম

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ দৌলতপুর বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন গাতীপাড়া তেরঘর পোষ্টের পেছনে ইমাম হোসেনের বাড়ী হতে মঙ্গলবার ৩শ’ ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে। তার নাম মোছাঃ সখিনা খাতুন (৩৫)। বাড়ি- গাতীপাড়া, পোষ্ট- বেনাপোল, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর।
দৌলতপুর বিওপি’র অন্য একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর সর্দারপাড়া এতিম খানার পেছনে আমবাগানের মধ্য হতে মোঃ মনির হোসেন (৪২), পিতা-মোঃ আলী কদর, গ্রাম- গাতীপাড়া, পোষ্ট- বেনাপোল, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করে।
এছাড়াও রুদ্রপুর বিওপি’র একটি টহল দল রুদ্রপুর মাঝের পাড়া আম বাগানের মধ্য হতে ২০ বোতল ভারতীয় বাংলা মদ আটক করে। আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন