শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

কাজী রিয়াজুল ইসলামের জন্মদিন

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

৫ জুন কবি কাজী রিয়াজুল ইসলাম-এর ৬৪তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে ইনকিলাব সাহিত্যের পক্ষ থেকে কবিকে অফুরান শুভেচ্ছা।

কবি কাজী রিয়াজুল ইসলামের জন্ম ০৫ জুন ১৯৫২ সাতক্ষীরা জেলার কুশলিয়া গ্রামে। ষাট দশকের শেষ দিকে তার প্রথম লেখা প্রকাশিত হয় জাতীয় পত্রিকায়। ছড়া-কবিতা দিয়ে তিনি সাহিত্য জগতে প্রবেশ করলেও নব্বই দশকে তিনি গল্প ও প্রবন্ধসাহিত্যে বিশেষ মনোযোগী হন। এ দুই ক্ষেত্রেও তিনি সুধীমহলে বেশ প্রশংসিত হয়েছেন। নব্বই দশক থেকে ২০০০ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সমকালীন রাজনীতি ও সামাজিক বিষয়ের ওপর অনেক প্রবন্ধ লিখেছেন এবং তা জাতীয় পত্রিকায় বেশ গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে। ধর্মীয় ও ইতিহাসের অনেক বিষয় নিয়েও তিনি লিখেছেন অনেক প্রবন্ধ, সেগুলোও বিভিন্ন জাতীয় প্রত্রিকায় প্রকাশিত হয়েছে। বর্তমানেও এ ধারা অব্যাহত আছে। তার প্রকাশিত গ্রন্থ মোট ৮টি। সেগুলো হলো, মা-বাবা এই হৃদয়পটে (কবিতা), রাজনীতির এই রঙ্গমঞ্চে (ছড়া), শেখ-কাজীদের কেচ্ছা শোন (ছড়া), কষ্টের সোনালি স্বপ্ন (কবিতা), কাল¯্রােতে ভেসে যায় স্বপ্নের মঞ্জিল (কবিতা), অনুভূতির প্রতিবিম্ব (কবিতা), জীবনের ভুল এডিট করা যায় না (কবিতা), ভালোবাসার পোস্টমর্টেম (ছোটগল্প)। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি ব্যাংকের প্রথম শ্রেণীর কর্মকর্তা। ব্যক্তিজীবনে স্ত্রী, এক পুত্র ও কন্যাসন্তানের জনক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন