শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বরিশালে প্রথমবারের স্বর্ণ মেলায় ব্যাপক সাড়া

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৯, ৭:১৪ পিএম

বরিশালে প্রথমবারের মত আয়োজিত স্বর্ণ মেলায় আশাব্যঞ্জক সাড়া লাভ করেছে কর বিভাগ। রাজধানী ঢাকা ছাড়াও সব বিভাগীয় সদরে আয়োজিত এ স্বর্ণমেলা মঙ্গলবার বিকেলে শেষ হয়েছে। বরিশাল মহানগরীর একটি অভিজাত হোটেলের হল রুমে আয়োজিত এ মেলা সোমবার সকালে শুরু হয়ে মঙ্গলবার বিকেল ৫টা শেষ হয়।
বরিশাল বিভাগীয় সদরে এ স্বর্ণ মেলায় মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ৪৬৫ জন ব্যাবসায়ী সেচ্ছায় প্রায় ২৫ হাজার তোলা স্বর্ণ ও স্বর্ণালঙ্কার ছাড়াও কিছু রৌপ্য এবং কাট ও পালিশড ডায়মন্ড-এর ঘোষনা প্রদানের মাধ্যমে সরকারকে ২ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার টাকা কর প্রদান করে এসব স্বর্ণালঙ্কার বৈধ করার সুযোগ গ্রহন করেছেন বলে জানা গেছে।
বরিশাল কর অঞ্চল প্রথমবারের মত আয়োজিত এ স্বর্ণ মেলায় সোম ও মঙ্গলবার বিপুল সংখ্যক স্বর্ণ ব্যাবসায়ী ‘এসআরও-১৩২-আইন/আয়কর/২০১৯’ অনুযায়ী অবৈধ স্বর্ণ ও স্বর্ণালঙ্কার বৈধ করার সুযোগ গ্রহন করলেন। তবে দুদিনের এ মেলা মঙ্গলবার শেষ হলেও সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জুন পর্যন্ত বৈধ স্বর্ণ ব্যাবসায়ীগন এ সুযোগ গ্রহন করতে পারবেন বলে জানিয়েছেন বরিশাল কর অঞ্চলের দায়িত্বশীল সূত্র।
তবে বরিশালের স্বর্ণ ব্যাবসায়ীগন ভবিষ্যতে সব জেলা পর্যায়ে এধরনের মেলা আয়োজনেরও তাগিদ দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন