শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জোর-জুলুম অত্যাচার, ব্যভিচার থেকে মানুষকে রক্ষা করো -আল্লামা শফি

রাউজান উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৯, ৭:৫৬ পিএম

রাউজানের গহিরা ইউনিয়নের দলই নগর মদিনাতুল উলুম মাদরাসা ও হেফজখানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উ


হেফাজত ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফি মোনাজাতে বলেছেন ‘যারা জুলুম করছে, মানুষকে মারধর করছে, হাত পা ভেঙ্গে দিচ্ছে। ইয়া আল্লাহ তাদেরকে হেদায়ত করো। জোর-জুলুম অত্যাচার, ব্যভিচার থেকে মানুষকে রক্ষা করো। তিনি মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টায় রাউজানের গহিরা ইউনিয়নের দলই নগর মদিনাতুল উলুম মাদরাসা ও হেফজখানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোনাজাতে এ কথা বলেন। গহিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদরাসার নির্বাহী পরিচালক মুফতি হোসাইন আহমদ, মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আইয়ুব, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা আজিজ ও মাওলানা জাকরিয়া। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবর উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইউনুছ, মো. সিরাজ, আব্দুল হালিম, জামাল উদ্দিন, মো. আনোয়ার প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
সৈয়দ নূরে আলম হামিদী ২৫ জুন, ২০১৯, ১১:১৭ পিএম says : 0
হে আল্লাহ তুমি আল্লামা শফী মাঃ আঃ এর হায়াত আরও বাড়ীয়ে দিন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন