শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফালুজায় শিশুদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত ফালুজায় ইরাকি বাহিনীর ব্যাপক অভিযানের মধ্যে শহরটিতে আটকা পড়া কয়েক হাজার শিশু চরম সহিংসতার মুখে পড়েছে বলে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি শরটিতে খাদ্যের মজুদ কমে আসছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্যানুযায়ী, অন্তত ২০ হাজার শিশু ফালুজায় আটকা পড়েছে। আইএস তাদের যুদ্ধে অংশ নিতে বাধ্য করতে পরে এবং এ কারণে পরিবার থেকে তাদের বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি অনেক বেড়ে গেছে। এক বিবৃতিতে ইরাকে ইউনিসেফের প্রতিনিধি পিটার হকিন্স বলেন, প্রচ- সহিংসতার মুখোমুখি হওয়ার হাত থেকে শিশুদের রক্ষা করা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। ইউনিসেফ যুদ্ধরত সব পক্ষকে ফালুজার ভেতরে আটকা পড়া শিশুদের রক্ষার আহ্বান জানিয়েছে। সেইসঙ্গে যারা স্বেচ্ছায় শহরটি ত্যাগ করতে চায় তাদের জন্য নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া এবং পালিয়ে যাওয়ার পর নিরাপদ ও সুরক্ষিত আশ্রয়ের ব্যবস্থার করার কথা বলেছে। বিশ্ব খাদ্য প্রকল্পের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, পরিবারগুলোর জমিয়ে রাখা খাবার দ্রুত শেষ হয়ে আসছে। ওদিকে, দাম অনেক বেড়ে যাওয়ায় খুব কম পরিবারেরই সেগুলো ক্রয় করার ক্ষমতা রয়েছে। ফলে সেখানে মানবিক পরিস্থিতি দিন দিন খারাপ থেকে চরম খারাপ হচ্ছে। রাজধানী বাগদাদ থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে ফালুজা শহরের অবস্থান। ইরাকে আইএস-র নিয়ন্ত্রণে থাকা দ্বিতীয় বৃহত্তম শহর এটি। রয়টার্স, এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন