বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সব থেকে বড় ভুল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৯, ১২:০৪ এএম

অ্যাপল ছাড়া সব অন্য সব মোবাইলের প্ল্যাটফর্ম হিসাবে এন্ড্রোয়েডকে বাড়তে দেওয়াই তার ‘জীবনের সব থেকে বড় ভুল’। সম্প্রতি এক আলোচনায় এই কথা জানিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ৬৩ বছরের এই শিল্পপতি জানিয়েছেন, এখনও একটি শক্তিশালী কোম্পানি মাইক্রোসফট। সঠিক সময়ে এন্ড্রোয়েডকে প্রতিযোগীতায় ফেলতে পারলে আজ মাইক্রোসফট বিশ্বের অন্যতম সেরা টেক কোম্পানি না হয়ে একমাত্র টেক কোম্পানি হতে পারত।

‘সফটওয়্যার জগতে, বিজেতা সম্পূর্ণ বাজারের দখল নেয়।’ বলেন বিল গেটস। ইউটিউবে প্রকাশিত হওয়া এই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আজ এন্ড্রোয়েড যেখানে আছে মাইক্রোসফটের সেখানে পৌঁছাতে না পারা আমার জীবনের সবথেকে বড় ভুল।’ তিনি আরো বলেন, ‘অ্যাপলের মোবাইল প্ল্যাটফর্ম ছাড়া এই মুহুর্তে একটাই প্ল্যাটফর্ম রয়েছে। আর সেই প্ল্যাটফর্মের মূল্য কত? ৪০০ বিলিয়ান মার্কিন ডলার (প্রায় ৩৫ হাজার কোটি টাকা)।’
এক ঘন্টার এই আলোচনায় নিজের সফল প্রোডাক্ট উইন্ডোজ ও অফিস নিয়ে আলোচনা করেছেন বিল গেটস। এই দুই প্রোডাক্ট মাইক্রোসফট কে অন্য উচ্চতায় পৌঁছাতে সাহায্য করেছে। তিনি বলেন, ‘আমরা যদি সফলভাবে ওটাকে (মাইক্রোসফট) চালাতে পারতাম তাহলে আমরা একমাত্র কোম্পানির তকমা পেতাম।’ সূত্র: এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
শফিকুল ইসলাম ২৬ জুন, ২০১৯, ১:২২ এএম says : 0
বিশ্বের সেরা ধনী হয়েও আফসোসের শেষয় নেই!!!
Total Reply(0)
মেহেদী ২৬ জুন, ২০১৯, ১:২৩ এএম says : 0
দুনিয়ার সমস্ত সম্পদ তাকে দিলেও তৃপ্তি পাবে না, এটাই আল্লাহর ইচ্ছ।
Total Reply(0)
সাখাওয়াত হোসেন উজ্জ্বল ২৬ জুন, ২০১৯, ১:২৩ এএম says : 0
অ্যান্ড্রয়িডকে বাড়তে দেবেন না তো আপনি কি একাকী ব্যবসা করবেন।
Total Reply(0)
Pawel Suman ২৬ জুন, ২০১৯, ১০:৩৩ এএম says : 0
ভুল থেকেই মানুষকে শিক্ষা নিতে হবে।
Total Reply(0)
Mohammed Ismail ২৬ জুন, ২০১৯, ১০:৩৪ এএম says : 0
একটা মানুষের জিবনে সব সিদ্ধান্ত যে ঠিক হবে সেটা তো নয় !
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন