বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সিলেটে ভারতীয় পণ্যসহ দুই চোরাকারবারি আটক

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৯, ১২:০৪ এএম

সিলেটের দক্ষিণ সুরমার বদিকোনা এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুই চোরাকারবারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা।

আটককৃতরা হচ্ছে বিয়ানীবাজার উপজেলার কাকুয়া দিঘিরপাড় গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আবু সাঈদ মিয়া (২৩) ও কদমতলী বাসস্ট্যান্ড সংলগ্ন ভুট্টো মিয়ার কলোনীর মনি লাল মজুমদারের ছেলে ঝুটন মজুমদার (২৮)।

মহানগর গোয়েন্দা পুলিশের এসআই সারোয়ার হোসেন ভ‚ইয়া, এসআই মাহাবুর আলম মন্ডল, এসআই শাওন মাহমুদ অপু, এএসআই আজদু মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিমটি হুমায়ুন রশিদ চত্ত¡রে অবস্থানকালে আগে থেকেই উক্ত চোরাকারবারীদের আসার সংবাদ পায়।
অতঃপর তারা ঢাকা সিলেট মহাসড়কের বদিকোনা সাকিনস্থ বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের সামনে অবস্থান নিয়ে সন্দেহজনক গাড়িগুলি তল্লাশি শুরু করে। এ সময় ঢাকা মেট্রো ন ১৫-৫৩৫৪ নম্বরের সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান তল্লাশি চৌকিতে পৌছলে তা সিগন্যাল দিয়ে থামানো হয়।
কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ভিতরে ভারতের রাজস্থানের তৈরী কাভেরী মেহেদি কোন নামের ১৪ বস্তায় থাকা মোট ৪০,৩২০ প্যাকেট ভারতীয় মেহেদি পেয়ে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৩ লাখ ১২ হাজার ৮০০ টাকা।

তাৎক্ষণিকভাবে চোরাকারবারীরা মালামালের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নি। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত মালামাল সুনামগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে এনে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করার উদ্দেশ্যে পরিবহন করে নিয়ে যাচ্ছিল।
পরে এসআই সারোয়ার হোসেন বাদী হয়ে চোরাকারবারীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন