শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পৃথক ঘটনায় যুবক নিহত বাবা-ছেলেসহ আহত ৩

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের লহামারী এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সফিকুল ইসলাম (৪৮) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত ব্যক্তি হলো- উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের লহলামারী গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে। এছাড়া দুলর্ভপুর ইউনিয়নের গাইপাড়া এলাকায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ককটেল হামলা চালিয়ে বাবা ও ছেলেসহ তিনজন গুরুত্বর আহত। আহত ব্যক্তিরা হলো- দুলর্ভপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে হুমায়ন আলী (৮০), ছেলে নাইমুল হক (৩০) ও স্ত্রী রুমালী বেগম (৫৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বুধবার সন্ধ্যায় সফিকুল ইসলাম রানীবাড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে লহলামারী-রানীবাড়ি চাঁদপুর এলাকায় একা পেয়ে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল নিয়ে যাওয়ার পথে গোদাগাড়ী নামক স্থানে তার মৃত হয়। অন্যদিকে একই সময় দূলর্ভপুর ইউনিয়নের গাইপাড়া এলাকায় হুমায়ন আলীর কাঁঠাল গাছ কেটে ফেলায় প্রতিবাদ করায় প্রতিবেশী মাসুদ ও আলমসহ একদল দুর্বৃত্ত হুমায়নের পরিবারের ওপর ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে হুমায়নসহ তার স্ত্রী ছেলে গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী উদ্ধার করে তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, বাবা-ছেলে গুরুত্বর আহত অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন