বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্প-জিনপিং বৈঠক কাল

জি২০ সম্মেলনে যোগ দিতে বিশ্বনেতৃবৃন্দ ওসাকায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৯, ১২:০৮ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহুল আকাক্সিক্ষত বাণিজ্য আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। আগামীকাল শনিবার জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ওসাকায় এ দুই নেতার বৈঠক হবে, বুধবার হোয়াইট হাউসের এক মুখপাত্র সাংবাদিকদের এমনটিই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীন থেকে আমদানি করা ভোগ্যপণ্যসহ অন্যান্য পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে যে বিরোধ শুরু হয়েছে তা মেটানোর লক্ষ্যেই ট্রাম্প-শি এ দ্বিপাক্ষিক বৈঠক। জি-২০ সম্মেলনে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও চীন-যুক্তরাষ্ট্রের এ বৈঠকের দিকেই সবার দৃষ্টি নিবদ্ধ থাকবে বলে ধারণা পর্যবেক্ষকদের। রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে একান্ত বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় সমাধানের চেষ্টার উদ্যোগ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট তার এবারের জাপান সফরেও নয়টি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকটি হবে শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টায়, ট্রাম্পের সঙ্গে জি২০ সম্মেলনে যাওয়া হোয়াইট হাউসের মুখপাত্র হোগান গিডলি সাংবাদিকদের এমনটিই জানিয়েছেন। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের জাপানে নামার পর থেকেই ট্রাম্পের এ বৈঠকগুলো শুরু হবে। এ দিন রাতেই তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে ডিনার করবেন। জি২০ সম্মেলনে যোগ দিতে বিশ্বনেতারা জাপানের বাণিজ্যিক শহর ওসাকায় উপস্থিত হতে শুরু করেছেন। শুক্রবার থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে শনিবার পর্যন্ত। এবারই প্রথমবারের মতো এ সম্মেলনের আয়োজক দেশ হয়েছে জাপান। দেশটির পশ্চিমাঞ্চল শহর ওসাকায় জি২০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলন সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি নিয়েছে দেশটি। সম্মেলনের মূল আলোচনা ওসাকার আন্তজার্তিক প্রদর্শনী কেন্দ্র ‘ইনটেক্স’ এ হবে। রয়টার্স, বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন