শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

খাদ্যে ভেজালকারীদের ফাঁসি হওয়া উচিত

কর্মশালায় র‌্যাব ডিজি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৯, ২:২৭ এএম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, এমন কোন জায়গা নেই যেখানে ভেজাল নেই। রেস্টুরেন্ট ও রাস্তার দোকান থেকে শিশুদের দুধের মধ্যেও ভেজাল। ভেজালকারীরা নীরব ঘাতক। ফাঁসিই তাদের শাস্তি হওয়া উচিত।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ রিটেইল ফোরাম আয়োজিত ‘সুপারস্টোরে পণ্যের মান রক্ষণাবেক্ষণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের কোনো ব্যবসায়ী দ্রæত ধনী হওয়ার নেশায় ভেজাল খাদ্য তেরি করবেন না। এটা বন্ধের ব্যবস্থা নিতে হবে। কাউকে দোষারোপ না করে প্রত্যেককে স্ব স্ব উদ্যোগে বদলানোর পরামর্শ দেন তিনি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মনোয়ার হোসেন ২৮ জুন, ২০১৯, ৩:০০ পিএম says : 0
অবশ্যই খাদ্যে ভেজালকারীদের ফাসি হওয়া উচি। কারন এরা জাতি ও প্রজন্মকে ধংশ করছে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন