শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সংসদীয় এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানোর অনুরোধ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ৪:১০ পিএম

জাতীয় সংসদ এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরসহ যেসব স্থাপনা হয়েছে, এখানে আরও কিছু কবর দেয়া হয়েছে, সেগুলো অপসারণের অনুরোধ করছি। বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। আজ শনিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ অনুরোধ জানান তিনি।

আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধ করেননি- তবে মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন- এমন ৩১০৭ জন 'ভুয়া মুক্তিযোদ্ধার’ সনদ বাতিল করেছে সরকার। এছাড়া গেলো দশ বছরে বাদ পড়েছেন, এমন চার হাজার একশ' ৮৮ জন মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্তির জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের ডিজিটাইজেশন তথ্যের ডাটাবেজ সংরক্ষিত আছে। ডাটাবেজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-বিসিসির ডাটা সেন্টারে সংরক্ষিত আছে। মুক্তিযোদ্ধাদের ডিজিটাল পরিচয়পত্র প্রদানের পরিকল্পনা নেয়া হয়েছে।

তিনি বলেন, ডিজিটাল আইডি কার্যক্রম প্রক্রিয়াধীন। শিগগিরই একদিনে একযোগে ডিজিটাল সার্টিফিকেট বা পরিচয়পত্র প্রদান করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন