শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মামলা দায়েরের ২৯ দিন পর উদ্ধার

চুনারুঘাটে স্কুলছাত্রী অপহরণ

চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৯, ১২:০৪ এএম

চুনারুঘাটে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে পিতা-পুত্রের বিরুদ্ধে মামলা দায়েরের ২৯ দিন পর অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামের ইয়াছিন মিয়ার মেয়ে অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১৩) কে গত ২৯ মে রাত সাড়ে ৮টায় তার নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর অপহৃতার পিতা ইয়াছিন মিয়া বাদী হয়ে গত ২৬ জুন একই উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের সোহাগ মিয়া (১৬) ও তার বাবা কামাল মিয়ার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অপহরণ মামলা করেন। এ মামলার প্রেক্ষিতে থানার এসআই আলামিন অভিযান চালিয়ে গতকাল দুপুরে অপহরণকারীর বাড়ি হইতে অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার করেন।

বর্তমানে অপহৃতা স্কুলছাত্রী চুনারুঘাট থানা হাজতে রয়েছে। আজ ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেল ও আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন