শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৪৩ বছর পর ফিরেছে মৃত্যুদন্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

৪৩ বছরের মধ্যে প্রথম মৃত্যুদন্ড ফিরেছে শ্রীলঙ্কায়। মৃত্যুদন্ড কার্যকর করতে দু’জন জল্লাদ নিয়োগ দিয়েছে দেশটি। সাম্প্রতিককালে মাদকের অভিযোগে অভিযুক্ত হয়ে চারজন আসামী ফাঁসির দন্ড পেয়েছেন। তাদের মৃত্যুদন্ড কার্যকর করার জন্য সরকার জল্লাদ নিয়োগের বিজ্ঞাপন দিয়েছিল। ওই বিজ্ঞাপনে দু’জন মার্কিনি ও দু’জন নারীও আবেদন করেছিলেন। শেষ পর্যন্ত সরকার দু’জনকে জল্লাদ হিসেবে নিয়োগ দিয়েছে। তাদেরকে দু’সপ্তাহের প্রশিক্ষণ দেয়া হবে। এরপরই তারা কাজ শুরু করবেন। তবে দেশটির এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক স¤প্রদায়। মৃত্যুদÐ পুনর্বহালের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে বৃটেন, ফ্রান্স, নওরয়ে, ইউরোপিয় ইউনিয়ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইউরোপিয় ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, মৃত্যুদন্ড হলো নিষ্ঠুর, অমানবিক ও নিন্দনীয় এক শাস্তি। যেকোনো অবস্থা এবং সমস্ত মামলায় দ্ব্যর্থহীনভাবে এই শাস্তির বিরোধিতা করে ইইউ। শ্রীলঙ্কা কর্তৃপক্ষ যেহেতু কারণ হিসেবে মাদক সংক্রান্ত অপরাধের কথা বলেছে, কিন্তু গবেষণা বলে যে, এমন অপরাধ দমনে ব্যর্থ হয়েছে মৃত্যুদÐ। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন