শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আন্তর্জাতিক আইন প্রয়োজন ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম


আন্তর্জাতিক আইন ছাড়া যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত মধ্যপ্রাচ্যে শতাব্দীর সেরা শান্তি পরিকল্পনা ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের বিশেষ দূত মিশেল লিংক রোববার বলেন, ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সহায়তা করে এমন একটি আইন প্রণয়নের এখনই উপযুক্ত সময় আন্তর্জাতিক স¤প্রদায়ের। বাহরাইনে দুদিনের কর্মশালা শেষে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। খবর আনাদোলুর। মিশেল লিংক আরও বলেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত শতাব্দীর সেরা শান্তি পরিকল্পনা মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলকে আরও অশান্ত করবে। যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করবে। ইসরাইলের সঙ্গে গত পাঁচ দশক ধরে চলতে থাকা ফিলিস্তিনের এ দ্ব›দ্ব-সংঘাত কোনো আলাপ-আলোচনাই বন্ধ করতে পারেনি। বিবৃতিতে আরও বলা হয়, শান্তি প্রক্রিয়ায় ৬টি বিষয়ের ওপর বেশি জোর দিতে হবে। এগুলো হলো- মানবাধিকার, স্বনির্ভরতা, বসতি, ফিলিস্তিনি শরণার্থী ও নিরাপত্তা। তিনি আরও বলেন, ১৯৬৭ সালের সীমানা ঠিক রেখে এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যের এ অঞ্চলে শান্তি আসবে না। সম্প্রতি বহুল আলোচিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের বর্জনের মুখে বাহরাইনে অনুষ্ঠিতব্য দুই দিনের এক কর্মশালায় এই পরিকল্পনা ঘোষণা করা হয়। তবে এতে ফিলিস্তিনি রাষ্ট্র বা ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের কোনও রাজনৈতিক ইস্যুর কথা বলা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাই জারেড কুশনার ‘শান্তির জন্য সমৃদ্ধি’ শীর্ষক এই পরিকল্পনা ঘোষণা করেন। এর আওতায় ফিলিস্তিনি অঞ্চল ও প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোতে পরবর্তী দশ বছরে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের কথা বলা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন জানিয়েছে পরিকল্পনার রাজনৈতিক অংশ পরে প্রকাশ করা হবে। কয়েক দশকের মার্কিন রীতির ব্যত্যয় ঘটিয়ে ২০১৭ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতির ঘোষণা দেন ট্রাম্প। বিক্ষোভে ফেটে পড়া ফিলিস্তিনিদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, এর পরে ইসরাইলের সঙ্গে আর কোনও শান্তি আলোচনায় মার্কিন মধ্যস্ততা মানবে তারা। এর মধ্যে নানা সময়ে সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে ফিলিস্তিন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরাইল ঘেঁষা শান্তি পরিকল্পনার বিভিন্ন দিক। যুক্তরাষ্ট্রের তরফে জানানো হয় ডিল অব দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি নামে পরিচিত এই পরিকল্পনা রমজানের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। রয়টার্স, এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন