শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

চন্দনাইশে টেকসই উন্নয়নবিষয়ক কর্মশালা

চন্দনাইশ (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

এমডিজি বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূতি উজ্জল করেছে। এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী ও তার সরকার জাতিসংঘ ২০৩০ এজেন্ডা তথা টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় আমার গ্রাম আমার শহর আদর্শকে ধারণ করার প্রত্যয়ে এক কর্মশালা চন্দনাইশ উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। গত ২৯ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম নিজামী, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা ভূমি কর্মকর্তা নিবেদিতা চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকি ও মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. কামেলা খানম। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন