শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দুবাইয়ে আটকে রেখে ‘বার নর্তকী’র কাজ! উদ্ধার ৪ ভারতীয় তরুণী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ১০:০৩ এএম

ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে চাকরি দেওয়ার নামে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দুবাইতে নিয়ে গিয়ে, সেখানকার একটি বারে ডান্স করতে বাধ্য করা হয়েছিল।
চাকরিতে যোগ দেওয়ার আগে, তাঁদের কেউ ঘুর্ণাক্ষরেও বুঝতে পারেননি নিয়োগকর্তার এই অভিসন্ধির কথা। সবকিছু যখন চোখের সামনে জলের মতো পরিষ্কার হয়ে যায়, ভবিতব্য বলে মেনে নেওয়া ছাড়া আর উপায় ছিল না। কারণ, ফেরার পথ বন্ধ করে দেওয়া হয়েছিল আগেই।
তার মধ্যেই এক তরুণী সুযোগ বুঝে, হোয়াটসঅ্যাপ করে পরিবারের কাছে পরিস্থিতি জানালে, সেই পরিবার নিশ্চুপ বসে থাকতে পারেনি। দুবাইয়ে ভারতীয় কনস্যুলেটরের দ্বারস্থ হয়। ওই কনস্যুলেটেরের তৎপরতায় সেখানকার একটি বার থেকে তামিলনাড়ুর ওই চার তরুণীকে উদ্ধার করেছে দুবাই পুলিশ। পুলিশকে তারা জানিয়েছেন, জোর করে বারে তাঁদের আটকে রাখা হয়েছিল। ইচ্ছের বিরুদ্ধে নাচাগানা করতে হচ্ছিল।
উদ্ধার হওয়া তামিল তরুণীদের ভারতে ফেরানোর তোড়জোড় করছে কনস্যুলেট। সূত্র : এইসময়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন