মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঝালকাঠিতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও মানববন্ধন

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ৩:৩৯ পিএম

বেতন ভাতা ও পেনশন সুবিধা প্রবর্তনসহ সরকারের রাজস্ব তহবিল থেকে বেতন প্রদানের একদফা দাবিতে ঝালকাঠিতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। একই দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের পৌর শাখার সভাপতি পৌর সচিব শাহীন সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রয়ী কমিটির উপদেষ্টা ঝালকাঠি পৌর সভার নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ, জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. কামরুল হাসান, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুদ্দৌজা হারুন, সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, সহকারী প্রকৌশলী কাজী মহাসিন রেজা ও আল মাহমুদ খান মুহিদ প্রমুখ। কর্মসূচিতে ঝালকাঠি ও নলছিটি পৌরসভার দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়।
এসময় বক্তারা অবিলম্বে বেতন-ভাতা ও পেনশন সুবিধাসহ সকল প্রকার সরকারি সুবিধা বাংলাদেশ সরকারের রাজস্ব তহবিল থেকে পাওয়ার জন্য একদফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান সাংগঠন নেতারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন