শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রতারণার মামলা প্রধান শিক্ষকসহ কারাগারে ২

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

চাকুরি দেয়ার নামে প্রতারণার মামলায় বগুড়ার ধুনটের কে ও স্কুলের প্রধান শিক্ষকসহ দুজন জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, বগুড়ার ধুনট উপজেলার একটি চক্র সেনাবাহিনীতে চাকুরি দেয়ার নামে ভ‚য়া নিয়োগপত্র দিয়ে সিরাজগঞ্জের উপল্লাপাড়া উপজেলার গাড়াবাড়ী গ্রামের দরিদ্র আইয়ুব আলীর ছেলে আরিফুল ইসলাম, শহরিয়ার পুরের রজব আলীর ছেলে মিলন, ঘিয়ালা গ্রামের বাবলু মিয়ার ছেলে সাজেদুল ইসলাম ও মোড় গ্রামের আবু তাহেরের ছেলে জাহাঙ্গীর হোসেনসহ ৫ জনের নিকট থেকে জনপ্রতি ৪-৫ লাখ টাকা নেয়। ওই ঘটনায় আরিফুল বাদী হয়ে গত ৫ জুন আদালতে একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে ধুনটের গোসাইবাড়ী কে ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবর রহমান (৫৫), তার ছেলে রাসেল (২৫) সহ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারী বুলবুল (৫৫) আসামী হিসেবে প্রতিবেদন দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, ওই প্রতারণা মামলায় হাজিরা দিতে এলে প্রধান শিক্ষক এনামুল বারী বুলবুল ও সহকারী শিক্ষক মজিবর রহমান কে আদালত জেল হাজতে পাঠিয়েছে আদালত। মামলার মূল আসামী গ্রেফতারের পরই আদালতে চার্জশিট দেয়া হবে।

 

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন