শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুন্দরগঞ্জে ইয়াবা কারবারিকে রিমান্ড শেষে আদালতে প্রেরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৯, ৩:০৬ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে একাধিক মামলার আসামি ইয়াবা কারবারি দাঙ্গাবাজ আসামি শফিকুলের দুই দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার এস আই জসিম উদ্দিন জানান, শফিকুল ইসলামের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। বিজ্ঞ বিচারক শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শফিকুল ইসলাম উপজেলার তারাপুর ইউনিয়নের চরখোর্দ্দা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। তার বিরুদ্ধে দুইটি মাদক, দুইটি মারামারি ও একটি জুয়া আইনের মামলা আদালতে চলমান রয়েছে। সর্বশেষ গত ২৩ জুন দুই হাজার ১৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ তাকে গ্রেফতার করে। দুর্গম চরাঞ্চলে শফিকুলের বাড়ি হওয়ায় একাধিকবার পুলিশের অভিযান ব্যর্থ হয়। এর আগে দীর্ঘদিন থেকে তার বাড়িতে জুয়া ও গানের আসর বসানোর অপরাধে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে গান ও জুয়ার আসর ভেঙ্গে দেয়। কিন্তু ওই দিন রাতেই চ্যালেঞ্জ করে পুনরায় জুয়া গানের আসর বসায় শফিকুল। এরপর রাতেই ইউপি চেয়ারম্যান, সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জুয়ার আসর ভেঙ্গে দিতে গেলে তাদের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে শফিকুল। থানা অফিসার ইনচার্জ এস এম আব্দুস সোবহান জানান, অপরাধী যত শক্তিশালীই হোক আইনের চেয়ে বড় নয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন