বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রেলের নতুন মহাপরিচালক মো. শামছুজ্জামান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৯, ৯:১৪ পিএম

রেলের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মো. শামছুজ্জামান। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মো. শামছুজ্জামান ১৯৮৩ সালে বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে পাস করে ১৯৮৫ সালে পাবলিক সার্ভিস পরীক্ষা উত্তীর্ণ হন। কর্মজীবনের শুরু বাংলাদেশ রেলওয়েতে। এরপর তিনি রেলওয়ের বিভিন্ন গুরুত্বপর্‚ণদায়িত্ব পালন করেন। মহাপরিচালক হওয়ার আগে ২০১৬ সাল থেকে তিনি অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) দায়িত্ব পালন করে আসছিলেন।
শামছুজ্জামান পেশাগত জীবনে তিনি বহু প্রশিক্ষণে অংশ নিয়েছেন। পেশাজীবনের বাইরে তাঁর সাহিত্যের প্রতি ঝোঁক রয়েছে। লিখেছেন একাধিক পুস্তক। লেখার ম‚ল উপজীব্য মুক্তিযুদ্ধ। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে খালপাড়ের পদাবলী’ (গল্পগ্রন্থ), স্বপ্নের দোলাচল (গল্পগ্রন্থ), খাম্বিরির গন্ধ (গল্পগ্রন্থ), বানভাসি একজন (কবিতা) ও নানারকম পদ্য (নিবন্ধ) ও সংঘ প্রকাশনী থেকে ঘুমন্ত চাঁদ (কবিতা) ইত্যাদি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন