শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে শাহজালাল (রহ.) জামেয়া ইসলামিয়া ক্বারিমিয়া মাদরাসার উদ্বোধন

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

সিলেট নগরীর হুমায়ূন চত্ত¡রে হযরত মাওলানা মুফতি সৈয়দ মো. রেজাউল করীম পীর সাহেব চরমোনাই-এর পৃষ্ঠপোষকতায় শাহজালাল (রহ.) জামেয়া ইসলামিয়া ক্বারিমিয়া মাদরাসার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার মাদরাসার উদ্বোধন, শিক্ষার্থীদের ভর্তিসহ মাদরাসার আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট হরিপুর মাদরাসার শায়খুল হাদীস আল্লামা মুফতি ইউসুফ শ্যামপুরী। উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত করেন সুলতানপুর টাইটেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আনোয়ারুল হক চৌধুরী।

শাহজালাল জামেয়া ক্বারিমিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহজালাল (রহ.) দরগাহ মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী, জামেয়া কাজীর বাজার মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আহম্মদ আলী, জামেয়া দারুল কোরআন এর প্রিন্সিপাল মাওলানা এমদাদুল হক নোমানী, বিশ্বনাথ মুহাম্মদিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মুহাদ্দিস মাওলানা ফয়জুর রহমান, শ্রীরামপুর মাদরাসার মুহাদ্দিস মুফতি সাঈদ আহমদ।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগীয় সমন্বয়কারী প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন, বামুক সিলেট জেলা সভাপতি মুফতি মো. ফখরুদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ ইসহাক আহমদ, নায়েবে সদর মো. আব্দুল করিম, সদস্য মো. নজির আহমদ, মাওলানা আসাদ উদ্দিন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটে এই প্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর পৃষ্ঠপোষকতায় মাদরাসা পরিচালিত হবে। নগরীর হুমায়ূন চত্ত¡রে ৫০ শতক জায়গার উপর নির্মিত হয়েছে ইসলামী দ্বীনি প্রতিষ্ঠানটি। উক্ত প্রতিষ্ঠান ওই এলাকাসহ সিলেটের দ্বীনি শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দিতে সক্ষম হবে।

বক্তারা আরো বলেন, ইসলাম আল্লাহ তায়ালার একমাত্র মনোনীত ধর্ম। তাই ইসলাম ধর্মের হেফাজতকারী আল্লাহ নিজেই। মহান সৃষ্টিকর্তা তার কিছু প্রিয় বান্দাদের দিয়ে এভাবেই ইসলাম ধর্ম হেফাজত করে আসছেন। মাদরাসা কোরআন শিক্ষার প্রতিষ্ঠান। মাদরাসা থাকলে হক্বানী আলেম-ওলামা তৈরি হবেন। হক্বানী আলেম ওলামারাই সর্বত্র দ্বীনি শিক্ষা দিয়ে একদিন সারা বিশ্ব জয় করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন