শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কালীগঞ্জে গরু ব্যবসায়ীকে হত্যা

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ১১:৫২ এএম | আপডেট : ২:৩৯ পিএম, ৪ জুলাই, ২০১৯

ঝিনাইদহের কালীগঞ্জে হোসেন আলী (৬০) নামের এক গরু ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যার পর গাছের সাথে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। হোসেন আলীর দু’পা রশি দিয়ে বাধা ও মুখের মধ্যে রুমাল ঢোকানো ছিল। নিহত হোসেন আলী কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাবরা মাঠের একটি আমগাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। যেখানে হোসেন আলীকে হত্যা করা হয়েছে তার পাশেই একটি ব্যাগে আম, তার ব্যবহৃত ছাতা ও পায়ের জুতা পড়ে ছিল।

পুলিশ ধারণা করছে তাকে হত্যার পর পা বেধে গাছের সাথে ঝুলিয়ে রেখে দেয় দৃর্বুত্তরা।

নিহত হোসেন আলীর ভগ্নিপতি ভিকু মন্ডল জানান, বুধবার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজারের গরুর হাটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। সকালে মাঠে কৃষকরা হোসেন আলীর লাশ গাছে ঝুলতে দেখে খবর দেয়। এদিন তার গান্না বাজারের এক ব্যাপারীর কাছে পাওনা ৬০ হাজার টাকা আনার কথা বলে বাড়ি থেকে বের হয়। তাদের ধারণা তার কাছে থাকা টাকা ছিনতাই করার পর তাকে হত্যা করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, আম গাছ থেকে নিহত হোসেন আলীর লাশ উদ্ধার করে ঝনাইদহ মর্গে পাঠিয়েছি। তবে, কি কারনে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশের ওসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন