শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তানের নিষেধাজ্ঞায় এয়ার ইন্ডিয়ার ৬০০ কোটি টাকা ক্ষতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ৩:৫৩ পিএম

পাকিস্তান তাদের আকাশসীমায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেয়ার পর থেকে জুলাই মাসের ২ তারিখ পর্যন্ত ভারতের জাতীয় বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার ক্ষতি হয়েছে প্রায় ৬০৫ কোটি টাকা। বুধবার রাজ্যসভায় বিমান পরিবহন মন্ত্রী হারদিপ সিং পুরি উপস্থাপিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এয়ার ইন্ডিয়ার পাশাপাশি বেসরকারী বিমান সংস্থাগুলোও লোকসান করেছে। এক্ষেত্রে স্পাইস জেটের ক্ষতি হয়েছে প্রায় ৩৮ কোটি টাকা, ইন্ডি গো’র ক্ষতি ৩১ কোটি ও গো এয়ারের ক্ষতি হয়েছে ২.৫ কোটি টাকা।

গত ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনীর বালাকোটে হামলার পর থেকে নিজেদের আকাশসীমায় ১১টি বিমানপথের ৯টি বন্ধ রেখেছে পাকিস্তান। শুধুমাত্র দক্ষিনাঞ্চলের ২টি পথ খোলা রেখেছে দেশটি। ভারতের বিমান বাহিনী নিজেদের আকাশসীমা ব্যবহারের সাময়িক নিষেধাজ্ঞা গত মে মাসের ৩১ তারিখে তুলে নেয়।

যাই হোক, পাকিস্তান সহযোগিতা না করলে ও তাদের আকাশসীমা পুরোপুরি খুলে না দিলে ভারতের বাণিজ্যিক বিমান সংস্থাগুলোর পক্ষে লাভ করা সম্ভব নয়। সূত্র : টিওআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন