মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হাফিজ সাইদের বিরুদ্ধে মামলা করল পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ৫:১৩ পিএম

বিভিন্ন সংগঠনের নামে জঙ্গিদের গোপনে অর্থ জোগানোর অভিযোগে ‘জামাত-উদ-দাওয়া’ প্রধান, কট্টর সন্ত্রাসবাদী হাফিজ সাইদের বিরুদ্ধে মামলা দায়ের করল ইসলামাবাদ। শুধু হাফিজই নন, মোট ২৩টি মামলায় নাম জুড়ে দেওয়া হল কট্টর সন্ত্রাসবাদীর ১২ জন ঘনিষ্ঠ সঙ্গীরও।

বুধবার ইসলামাবাদের সন্ত্রাসদমন দফতরের (সিটিডি) তরফে বলা হয়েছে, ‘জামাত-উদ-দাওয়া’ সংগঠনের প্রধান (হাফিজ সাইদ) ও তার সঙ্গীরা জঙ্গিদের অর্থ জোগাতে তহবিল গড়ে তোলার জন্য পাঁচটি ট্রাস্টকে ব্যবহার করেছেন দীর্ঘ দিন ধরে। তাই ওদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

সম্প্রতি আইএমএফ এবং এফআইটিএফের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সন্ত্রাসবাদীদের অর্থসাহায্য বন্ধের যাবতীয় প্রচেষ্টায় ইসলামাবাদ রাশ টানতে না পারলে কঠোর অর্থনৈতিক অবরোধের মুখে পড়তে হবে প্রধানমন্ত্রী ইমরান খান সরকারকে। ইসলামাবাদের বিপুল অঙ্কের ঋণ মওকুফের আর্জিও খারিজ করে দেবে আইএমএফ।

পাক প্রশাসন সূত্রে খবর, মোট ২৩টি মামলা দায়ের করা হয়েছে লাহোর, গুজরানওয়ালা ও মুলতানে। ওই এলাকাগুলি থেকেই প্রচুর পরিমাণে অর্থ জোগাড় করা হয়েছে জঙ্গিদের সাহায্য করার জন্য। কয়েকটি ট্রাস্টের মাধ্যমে সেই অর্থ জোগাড় করা হয়েছে। ট্রাস্টগুলির নাম- ‘আল-আনফাল’, ‘দাওয়াত-উল-ইরশাদ’ এবং ‘মুয়াজ-বিন-জবল’।

সিটিডি-র তরফে এও জানানো হয়েছে, শুধুই জামাত-উদ-দাওয়া নয়, সন্ত্রাসবাদীদের অর্থ জোগানোর অভিযোগের প্রেক্ষিতে লস্কর-ই-তৈবা এবং এফআইএফের মতো জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। তহবিল গড়ে তোলার জন্য সংগঠনগুলি তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বন্ধক রাখার কাজও চালায় বলে অভিযোগ। সূত্র: ইন্ডিয়া টুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন