মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ৭জন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ৫:২৫ পিএম

আগামী ২৫ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন ৭ জন প্রার্থী। এই প্রতিদ্বন্ধিদের মধ্যে পিতা-পুত্রও রয়েছেন। তারা হচ্ছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: সোহরাব খান ও তার ছেলে মো: সাকিরুল আলম খান। অবশ্য তাদেরকে এলাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর দামি প্রার্থী হিসাবেও বলা হচ্ছে। অন্যান্য প্রতিদ্বন্ধিরা হচ্ছেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচিত স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তা পরিচালক লায়ন ফিরোজুর রহমান ওলিও,র বড় ছেলে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত শেখ ওমর ফারুক,স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ কর্মী মীর মো: মহসীন মিয়া,সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মতি মিয়ার সন্তান সদর উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ মো: মহসীন,সুধীর চন্দ্র ঘোষ ও সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন রানা। সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচন করায় চেয়ারম্যানের এই পদটি শূন্য হয়। চেয়ারম্যান পদে ফিরোজুর রহমানের ছেলে শেখ ওমর ফারুক আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন। এরআগে ফারুক উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্ধিতার জন্যে তার পিতার সঙ্গে ডামি প্রার্থী হিসাবে স্বতন্ত্র মনোনয়ন জমা দেন। পরে আবার প্রত্যাহার করে নেন। শেখ ওমর ফারুক এলাকার আওয়ামী রাজনীতির কোনো সংগঠন বা কমিটির সাথেই যুক্ত নন বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন