প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প মহেশখালীর মাতারবাড়িতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প। এ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নাল আবেদীন। গতকাল প্রকল্প পরিদর্শন শেষে তিনি প্রকল্পে দায়িত্বরত কর্মকর্তাদের সাথে এক বৈঠকে অগ্রগতি ও নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এটি প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এ প্রকল্পে যারা কর্মরত আছেন তাদের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। প্রকল্প বাস্তবায়িত হলে ১২শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এ সব গুরুত্বপূর্ণ প্রকল্পে কারো গাফিলতি মেনে নেয়া হবে না। যারা কর্মরত আছেন তাদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। মাতারবাড়িতে একই সাথে বাস্তবায়িত হচ্ছে গভীর সমুদ্র বন্দর। এ বন্দর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি স্থানীয় জনসাধারণের পূণর্বাসনের বিষয়ে বলেন, মানুষ ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ সরকার করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান সাধারণ মানুষের পক্ষে। সভায় কাজের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন কয়লা বিদ্যুৎ প্রকল্পের প্রকৌশলীরা। তারা সভায় বিদ্যুৎ প্রকল্পের ২৪ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে নেতৃবৃন্দকে অবহিত করেন।
এ সময় উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারি আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সকল কার্যক্রম বাস্তবায়ন হবে। দেশকে এগিয়ে নিতে তিনি এই বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করছেন।
সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এ বি এম ইকবাল হোসেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান, প্রকল্পের সহকারি ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, এক্সিকিউটিভ ইঞ্জিয়ার মাহমুদ আলম, জেলা আওয়ামী লীগ নেতা এড. তাপস রক্ষিত, মহেশখালীর পৌরমেয়র মকছুদ মিয়া, কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কাইছুরুল হক জুয়েল, মাতারবাড়ির চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ, এড. নুরুল ইসলাম সায়েম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম ছমিউদ্দিন, সাধারণ সম্পাদক এস এম আবু হায়দার, কক্সবাজার পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবি ছিদ্দিক খোকন, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য সরওয়ার আলম, ছাত্রনেতা রায়হান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কুতুব রানা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত ইকবাল মুরাদ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন