শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার পরিবারের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি

| প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ১২:০৭ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর ছাত্র মুক্তিযুদ্ধে শহীদ একমাত্র বেসামরিক বীর উত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার পরিবারের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে ১০,০০,০০০/ (দশ লাখ) টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. হাবিবুল্লাহ কনফারেন্স হলে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে এ বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান। বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী এবং ব্র্যাক ব্যাংকের সহকারি ব্যবস্থাপনা পরিচালক চৌধুরি আখতার আসিফ। বীর উত্তম শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার পরিবারের পক্ষ থেকে তার ভাই মাইলস্টোন কলেজের প্রশাসনিক ক্যাম্পাসের প্রিন্সিপাল লে. কর্নেল এম কামালউদ্দিন ভূঁইয়া অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামানের হাতে বৃত্তির চেক তুলে দেন। এসময় বীর উত্তম শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার আরও দুই সহোদর সুলতান মঈনউদ্দিন ভূঁইয়া এবং হাসান মহিউদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধে শহীদ একমাত্র বেসামরিক বীর উত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়া ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হন। ১৯৬৯ সালে স্নাতক সম্মান, ১৯৭০ সালে এমকম পাস করেন এবং ১৯৭১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ কোর্সে আইবিএ’র শিক্ষার্থী ছিলেন। ১৯৭১ সালের ৪ সেপ্টেম্বর কানাইঘাটের সম্মুখ যুদ্ধে প্রায় ৮০০ সহযোদ্ধার জীবন বাঁচিয়ে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেন অগ্নি সন্তান বীর উত্তম শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া। প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন