শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সংসদে সংবিধান পরিবর্তন না হলে গণভোট : ইলদিরিম

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

তুরস্কে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ
ইনকিলাব ডেস্ক : তুরস্কের প্রধানমন্ত্রী বাইনালি ইলদিরিম বলেছেন, তার ক্ষমতাসীন একে পার্টি দেশটিতে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে সংসদের মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে চায়। কিন্তু সংসদে তা পাস না হলে গণভোটের আয়োজন করা হবে। সম্প্রতি তুর্কি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া ইলদিরিম গত বৃহস্পতিবার এই কথা বলেছেন। একে পার্টির কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে ইলদিরিম আরো বলেন, একে পার্টির সবচে বড় দায়িত্ব ছিল নয়া সংবিধান সৃষ্টি করা। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের রাষ্ট্রপ্রধানদের আদলে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা বাড়াতে চাইছেন এরদোগান। প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থা নিয়ে এরদোগানের সঙ্গে মতভেদের কারণে সাবেক প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগোলু পদত্যাগ করতে বাধ্য হন। বিষয়টি নিয়ে বেশ কয়েক মাস ধরে তাদের মধ্যে অস্বাভাবিক সম্পর্ক চলে। অবশেষে দাভুতোগোলুর পদত্যাগের মধ্যদিয়ে দুই শীর্ষ ক্ষমতাধরের মাঝে একজনকে সরে যেতে হয়। দাভুতোগোলুকে একজন নমনীয় প্রধানমন্ত্রী বলে ধারণা করা হয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট এরদোগানের বিতর্কিত বেশকিছু নীতির ব্যাপারে দাভুতোগোলুর দ্বিমত ছিল। সম্প্রতি প্রেসিডেন্টের ক্ষমতা আরো বাড়াতে সংবিধান পরিবর্তনের ব্যাপারে তিনি অসম্মতি জানিয়েছিলেন। অপর এক খবরে বলা হয়, তুরস্কে প্রেসিডেন্ট নির্ভর সরকার ব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে সংবিধান সংশোধনের জন্য সংসদকে উপেক্ষা করে প্রয়োজনে গণভোটের ইঙ্গিত পাওয়া গেছে। একে পার্টি এজন্য প্রথমে সংসদে সংবিধান সংশোধনের চেষ্টা করা হবে। কিন্তু সংসদে সেটা পাস না হলে গণভোটের প্রয়োজন হবে বলে জানা গেছে। এর আগে প্রেসিডেন্ট এরদোগানের বিতর্কিত বেশ কিছু নীতির ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী দাভুতোগোলুর সম্মত ছিল না। প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে সংবিধান পরিবর্তনের ব্যাপারেও তার দ্বিমত ছিল। তবে তুরস্কের নতুন প্রধানমন্ত্রী বাইনালি যে এরদোগানের অনুগত হবে সেটা তার বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। এরদোগানের ইচ্ছার প্রতিফলন ঘটছে তার কথায়। রয়টার্স, এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন