বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শৈলকুপায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ৮:৪৪ পিএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে শুক্রবার সন্ধ্যায় আওয়ামীলীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ধাওড়া গ্রামের আব্দুর রশিদ জোয়ারদার, তরিকুল জোয়ারদার, আবু দাউদ, আল আমিন, নুর জাহান বেগম, আবুল হাসান ও আশরাফুলকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা আশংকা জনক বলে চিকিৎসকরা জানান। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, তারা উভয় গ্রুপ আওয়ামীলীগের সমর্থক হলেও মিলাদ দেওয়া নিয়ে তুচ্ছ ঘটনায় এই সংঘর্ষ হয়েছে। তাই এটা বলা যায় সামাজিক গোলযোগ। সংঘর্ষে আহতদের বাড়ি একেবারেই পাশাপাশি। তিনি আরো জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে পুলিশ। গ্রামবাসি জানায় গত উপজেলা নির্বাচনের সময় নৌকা ও আনারসের সমর্থক তৈরী হয়েছে। সামাজিক দলগুলো বিভক্ত হয়ে পড়েছে দুই ধারায়। নৌকার প্রার্থী নায়েব আলী জোয়ারদার পরাজিত হয় আনারস প্রতিকের প্রার্থী শিকদার মোশাররফ হোসেন সোনার কাছে। সোনা স্থানীয় ভাবে ব্যাপক প্রভাবশালী ও বর্তমান সংসদ সদস্যের আস্থা ভাজন। তথ্য নিয়ে জানা গেছে, ধাওড়া গ্রামে আনারসের পক্ষে ছিলেন দুনন জোয়ারদার ও নৌকার পক্ষে ছিলেন আবু দাউদ মল্লিক ওরফে মধু। শুক্রবার মিলাদের দাওয়াত দেওয়া নিয়ে এই দুই সামাজিক দলের নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।


মোস্তফা মাজেদ, ঝিনাইদহ
০১৭১১৩৯৭৮০৯
তারিখ ০৫.০৭.১৯

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন