বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

‘ত্রাসের’ রাজত্ব মুরগির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

ফ্রান্সের নরম্যান্ডি উপক‚লের কাছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন জারসি দ্বীপ। একদল বন্য মুরগি ‘ত্রাসের’ রাজত্ব কায়েম করেছে। কখনো তারা সড়ক ‘অবরোধ’ করছে, কখনো আবার মানুষের বাগানে হামলা চালিয়ে তছনছ করছে। প্রাতর্ভ্রমণে বের হওয়া ব্যক্তিরা কখনো কখনো তাড়া খাচ্ছেন। মাঝরাতে ‘চিৎকার-চেঁচামেচি’ করে সেগুলো মানুষের ঘুম ভাঙিয়ে দিচ্ছে। 

স্থানীয় বাসিন্দারা জানান, বন্য মুরগিগুলো প্রতিনিয়ত উৎপাত করছে জারসি দ্বীপের বাসিন্দাদের। ওই দ্বীপে কোনো শিয়াল না থাকায় তা একপ্রকার অভয়ারণ্যেই পরিণত হয়েছে মুরগিগুলোর জন্য। উৎপাত ঠেকাতে একবার উদ্যোগ নেওয়া হয়। তবে স্থানীয় বাসিন্দাদের অনেকে মুরগিগুলো দ্বীপেই রাখার পক্ষে। স্থানীয় সরকারও এ কারণে বেকায়দায় পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, জারসি দ্বীপে সাধারণ মানুষকে মুরগিগুলোর হাত থেকে রক্ষা করতে পুলিশ পাহারা দিচ্ছে।
জারসি দ্বীপের পরিবেশমন্ত্রী জন ইয়ং বলেছেন, বড় সংখ্যক একদল মুরগির সঙ্গে লড়াই করতে হচ্ছে তাদের। চলতি বছর এরই মধ্যে তার কাছে মুরগিগুলোর বিরুদ্ধে ৪০টির বেশি অভিযোগ এসেছে। সূত্র : দ্য টেলিগ্রাফ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
সোয়েব আহমেদ ৬ জুলাই, ২০১৯, ১১:০০ এএম says : 0
সব প্রাণীরই নিজ নিজ রাজত্ব আছে, তো মুরগির থাকতে দোষ কি?
Total Reply(0)
মিরাজ আলী ৬ জুলাই, ২০১৯, ১১:০০ এএম says : 0
খবর পড়ে মজা পেলাম, সবই আল্লাহর ইচ্ছা।
Total Reply(0)
মামুন ৬ জুলাই, ২০১৯, ১১:০১ এএম says : 0
মুরগির রাজত্বে অন্যদের সমস্যা হবে এটাইতো স্বাভাবিক
Total Reply(0)
রনি ভাই ৬ জুলাই, ২০১৯, ১১:০২ এএম says : 0
মুরগির জন্য ওই অঞ্চলটি ছেড়ে দেওয়া হোক
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন