শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ডাক্তারের নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদাদাতা : | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

পুঠিয়ায় ডাক্তারের নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা চালিয়েছে প্রতারক চক্র। গত বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার জিয়াউর রহমানের নম্বর ক্লোন করা হয়। সেসময় তিনি পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে ডিউটিরত ছিলেন। প্রতারক চক্রটি ডাক্তার জিয়াউর রহমানের নম্বর ক্লোন করে তার মা ও বড় ভাই প্রফেসর ডাক্তার কামরুল ইসলামের কাছে ফোন করে বলেন, ডাক্তার জিয়া সড়ক দুর্ঘটনায় মারাতœক আহত হয়েছে। তিনি উপজেলার বিড়ালদহ ব্রাদার্স ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি আছেন। তার অপারেশনের জন্য ২৫ হাজার টাকা প্রয়োজন। সেসময় প্রতারক চক্র (০১৯৩০০৯৫১৭২, ০১৩১৯০৮১৫৭১ ও ০১৭৩০৩২৪৭০৭) তিনটি বিকাশ নম্বরে টাকা পাঠানোর জন্য বলে।

পরে তার ভাই পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন করে খোঁজখবর নিয়ে জানতে পারেন ডাক্তার জিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত আছেন। প্রতারক চক্র আবার ফোন করলে তাদেরকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মর্ডান ফার্মেসীতে তার মামার কাছ টাকা নেওয়ার কথা বললে প্রতারক চক্র তাদের সাথে আর যোগাযোগ করেনি। ডাক্তার জিয়াউর রহমান জানান, পুঠিয়া থানায় বিষয়টি জানিয়েছি। এব্যপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ শাকিল উদ্দিন আহম্মেদ জানান, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন