শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রংপুরের হারাগাছে চোলাই মদ পানে ৩ দিনে ৫ জনের মৃত্যু

ঘটনা ধামাচাপা দিতে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে ‘স্ট্রোকে মৃত্যু’

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৯, ১১:০০ এএম

রংপুরের হারাগাছ পৌর শহরের ধুমগাড়া গ্রামে দেশীও চোলাই মদ পানে গত ৩ দিনে ৫ জনের মৃত্যু এবং অসুস্থ হয়ে ২ জন চিকিৎসাধীন থাকার খবর পাওয়া গেছে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা। মামলা ও সামাজিক মর্যাদা হানির ভয়ে মদ পানে মৃত্যুর বিষয়টি গোপন রেখে ‘স্ট্রোকে মৃত্যু’ হিসেবে চালিয়ে দিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, হারাগাছ ধুমগড়া গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে আমিরুল ইসলাম (৪০), ক্যালেনটারী গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে আনারুল (৪৪) একই গ্রামের চাঁন মিয়া (৩৬), মিলনবাজার গ্রামের মৃত আবদার আলীর ছেলে এজারুল ইসলাম (৩৮), সারাই কাসাইটারী গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে ফুল বাবু (৫২) একই গ্রামের ওবায়দুল (৪৭), পশ্চিম পোদ্দারপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে নুর আমিন ড্রাইভার (৪৩) গত সোমবার সন্ধায় হারাগাছ থানার চর চতুরা গাছবাড়ী এলাকার জনৈক ব্যক্তির বাড়ীতে দেশীও চোলাই মদ পান করে বাড়ী ফিরে যায়। অতিরিক্ত চোলাই মদ পানে বিষক্রিয়ায় ব্রেইন স্ট্রোক হয়ে সোমবার রাতেই ধুমগড়া গ্রামের আমরুল ইসলাম নিজ বাড়ীতে মারা যায়। মঙ্গলবার দুপুরে ক্যালেনটারী গ্রামের আনারুল নিজ বাড়ীতে এবং মিলন বাজার গ্রামের এজারুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

পরে বুধবার সন্ধায় নিজ বাড়ীতে পশ্চিম পোদ্দারপাড়া গ্রামের নুর আমিন ড্রাইভার ও কাসাইটারী গ্রামের ফুলবাবু হাসপাতালে মারা যায়। এছাড়া কাসাইটারী গ্রামের ওবায়দুল নিজ বাড়ীতে এবং ক্যালেনটারী গ্রামের চান মিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, নিহতরা আগে মাদক সেবন করলেও বেশ কিছুদিন ধরে তারা নেশা ছেড়ে দিয়েছে। নিহত ফুলবাবুর স্ত্রী গুলশান আরা জানান, তাঁর স্বামী মুরগির ব্যবসা করেন। গত সোমবার রাতে বাড়ী ফিরে মাথায় প্রচন্ড ব্যাথা অনুভব করেন। প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা করা হয়। অবস্থার অবনতি ঘটলে বুধবার বিকেলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা অতিরিক্ত মদ পানে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও নিহতের পরিবারের সদস্যরা মামলা আতঙ্কে মদ পানে মৃত্যুর ঘটনাটি গোপন করে রাখে। নিহতের পরিবারের লোকজনেরা জানায়, মদ পানে নয়, ব্রেইন স্টক হয়ে তাদের মৃত্যু হয়েছে।

হারাগাছ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মামুদার রহমান সাংবাদিকদের জানিয়েছেন, স্প্রিট মিশ্রিত দেশীয় চোলাই মদ পানে পাঁচজন মারা যাওয়া বিষয়টি গ্রামের লোকজনের মাধ্যমে জানতে পেরেছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার পুলিশ জানিয়েছেন, এ ঘটনায় নিহতের পরিবারের কেউ অভিযোগ করেননি। তবে ঘটনাটি স্থানীয়ভাবে জানার পর চরচতুরা গাছবাড়ী এলাকায় অভিযান চালানো হয়েছে। ঘটনার পরেই চরচতুরা গ্রামের চোলাই মদ বিক্রিতা নাজমুল গা ঢাকা দিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন