শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সরকার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যাপক সহায়তা দিয়েছেন- সাতক্ষীরা সদর এমপি রবি

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৯, ৩:২৭ পিএম

সমতলে বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্টির জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা ও কুঁচিয়া চাষ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ফিংড়ী ইউনিয়নের গাভা কৈখালী এলাকায় এই প্রকল্পের উদ্বোধন হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষুদ্র-নৃগোষ্টির জীবনমান উন্নয়নে ব্যাপক সহায়তা দিয়েছেন। তাদের জীবনমান উন্নয়নের সাথে সাথে আজ তারা স্বাবলম্বী। সংসারে অভাব অনটন নেই। তাদের সন্তানেরা উন্নত শিক্ষা গ্রহণ করে সমাজে প্রতিষ্ঠিত। সরকারের বিভিন্ন দপ্তরে চাকুরী করছে তারা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা মৎস্য অফিসার রাশেদুল হক, সদর উপজেলা সমবায় অফিসার তৈয়েবুর রহমান, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমান, ক্ষুদ্র-নৃগোষ্টির সভাপতি মো. মোখলেছুর রহমান, ডা. শহিদুল ইসলাম প্রমূখ। মতবিনিময় সভা শেষে মাননীয় প্রধান প্রধানমন্ত্রীর কার্যালয়ের “বিশেষ এলাকার উন্নয়নের জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিীত) ২০১৯-২০ অর্থবছরের কর্মসূচীর আওতায় ক্ষুদ্র-নৃগোষ্টিভূক্ত সাতক্ষীরা সদর উপজেলার ০৪টি সমিতির আয়বর্ধন মূলক কুঁচিয়া চাষ প্রকল্পের উদ্বোধন করেন। এসময় এমপি রবি ঘেরে কুঁচিয়া অবমুক্ত করেন।


ক্যাপশন : সমতলে বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্টির জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা ও কুঁচিয়া চাষ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন