শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৯, ৪:৪৩ পিএম

সিলেটে কারিকুলাম পরিবর্তনসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সিলেট ওসমানী নার্সিং কলেজের শিক্ষার্থীরা। কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০ টাড় দিকে কলেজ অভ্যন্তরে এ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচির অংশ হিসেবে ক্লাস বর্জন, ডিউটি বর্জনসহ সকল পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সিলেট ওসমানী নার্সিং কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি অনিক দে, সাধারণ সম্পাদক শিতি শিকদার।
৪ দফা দাবির মধ্যে রয়েছে, পুরাতন কারিকুলাম বহাল রেখে নতুন কারিকুলাম বাতিল করতে হবে, নার্সিং পেশাকে বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্তকরণ, ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ও স্ট্রাইপেন ফি ২ হাজার থেকে ৫ হাজারে বৃদ্ধি করা এবং নার্সিং কলেজকে পূর্নাঙ্গ কলেজে রূপান্তর করা। এসময় আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন