বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঢাকা-পাটুরিয়া মহাসড়কের চার লেনের কাজ আগামী সেপ্টেম্বরে শুরু হবে -ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

আরিচা সংবাদদাতা : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-পাটুরিয়া মহাসড়কের নবীনগর- পাটুরিয়া পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ এডিবি’র অর্থায়নে আগামী সেপ্টেম্বরে শুরু হবে।
পবিত্র রমজান ও ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘেœ বাড়ি যেতে পারবে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সড়ক-মহাসড়কে চলাচলকারী অবৈধ থ্রি-হুইলার সংগঠিত দুর্ঘটনার জন্য দায়ী। এসকল যানবাহন বন্ধের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
জাতীয় সংসদে চলতি অধিবেশনে উথাপিত বাজেট সম্পর্কে মন্ত্রী বলেন, বিএনপি গত আট বছর যাবৎ বাজেট প্রত্যাক্ষান করে আসছে। বিরোধী দল সবসময়ই এমন আচরণ করে। অনভিজ্ঞতার কারণেই দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চলমান সহিংসতা ও হতাহতের ঘটনা দুঃখজনক। ভবিষ্যতে অনুষ্ঠিত নির্বাচনে এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভাল ফল পাওয়া যাবে। সহিংস ঘটনার জন্য দায়ী স্থানীয় নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করবেন।
গতকাল শুক্রবার শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের নিকট’ পদ্মা-যমুনা’ নামে সড়ক ও জনপথ বিভাগ নির্মিত পরিদর্শন বাংলো উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নাঈমুর রহমান দূর্জয় এমপি, সড়ক পরিবহণ ও সেতু বিভাগ সচিব এনএএন সচিব সিদ্দিক, প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, ইঞ্জিনিয়ার খান মোঃ আফতাব উদ্দিন, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম, আ’লীগ নেতা গোলাম মহীউদ্দীন, তাইয়েবুর রহমান টিপু, রণজিৎ সরকার, ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান মাসুম প্রমূখ উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন