শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দুর্ভোগ কমাতে ঈদের দুই সপ্তাহ আগে স্কুল-কলেজ বন্ধের দাবি

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

আসন্ন ঈদ উল আজহায় যাতায়াতে যাত্রীদের দুর্ভোগ কমাতে ঈদের দুই সপ্তাহ আগে স্কুল-কলেজ বন্ধের দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়।

সংগঠনটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম বলেন, ঈদে ঘরমুখো মানুষের দুশ্চিন্তার অন্যতম কারণ দুর্ঘটনা। ঈদের সময় পশু ক্রয়-বিক্রয় ছাড়াও প্রায় চার থেকে পাঁচ কোটি লোক এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করবে। যার কারণে প্রতি বছরের মতো এবারও পরিবহন ব্যবস্থার ওপর অত্যাধিক চাপ পড়বে। তিনি যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ লাঘবে ঈদুল আযহার দুই সপ্তাহ আগেই সব স্কুল-কলেজ ছুটি ঘোষণা করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
জি এম কামরুল ইসলাম আরও বলেন, দুর্ঘটনা কমাতে ফিটনেস ছাড়া গাড়ি ব্যবহার বন্ধ ও অদক্ষ চালকদের প্রতিরোধ করতে হবে। এছাড়া বাস ও রেল সার্ভিসের বিদ্যমান সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহনে গুরুত্ব দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন