শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে ‘নিখোঁজ’ ভারতীয়’র সন্ধান

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৯, ৩:০৯ পিএম

নগরী থেকে রহস্যজনক কারণে নিখোঁজ এক ভারতীয় নাগরিকের সন্ধান মিলেছে। কালপিট নরেন্দ্র জেইন (৩১) নামে ওই ব্যক্তি ব্যবসার কাজে চট্টগ্রামে আসেন। পুলিশ জানায় তিনি ভারতীয় একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যবসায়িক আলোচনা করতে ইস্পাত উৎপাদনকারী প্রতষ্ঠান বিএসআরএমের সদরঘাট কার্যালয়ে গিয়েছিলেন।
সেখান থেকে শনিবার সকালে বের হওয়ার পর রাতে হাটহাজারী উপজেলার মেখলে পুন্ডরীক ধামে তাকে পাওয়া যায় বলে চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার সকাল ১০টা ২০ মিনিটে নরেন্দ্র জেইন বিএসআরএম সদরঘাট অফিস থেকে বের হয়ে যান। তার মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করতে না পেরে বিএসআরএমের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) নুরুন্নবী তালুকদার সদরঘাট থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।
জেইন কাউকে কিছু না বলে হাটহাজারীর ইসকন মন্দিরে চলে গিয়েছিলেন। রাতে আমরা সেখান থেকে তাকে নগরীতে নিয়ে এসে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে তুলে দিয়েছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন