বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

নতুন করে সামিরা আব্বাসী গাইলেন গানেরই খাতায় স্বরলিপি লিখে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

নায়করাজ রাজ্জাক ও ববিতা অভিনীত ‘স্বরলিপি’ সিনেমায় রুনা লায়লা’র গাওয়া ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কী হবে গানটি এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে। ১৯৭০ সালে নজরুল ইসলাম পরিচালিত ‘স্বরলিপি’ সিনেমার এই গান প্রায় পাঁচ দশক পরও জনপ্রিয় প্রজন্মের পর প্রজন্মের কাছে। এই গানটি নতুন করে গাওয়ার উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসীর মেয়ে সামিরা আব্বাসী। গানটির নতুন করে সঙ্গীতায়োজন করেছেন সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম। গাজী মাজহারুল আনোয়ারের লেখা, সুবল দাসের সুরে এটিই ছিল রুনা লায়লা’র গাওয়া প্রথম বাংলা গান। ইতোমধ্যে নতুন করে গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ করে মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ করেছেন সামিরা আব্বাসী। সামিরা আব্বাসী বলেন, ‘প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের দেশের সুন্দর শ্রæতিমধুর গানগুলো বাঁচিয়ে রাখতে, ছড়িয়ে দিতেই আমি এমন একটি গান নতুন করে গাওয়ার উদ্যোগ নিয়েছি। এটা সত্যি যে সময়ের সাথে সাথে সঙ্গীতের অনুষঙ্গের পরিবর্তন হয়। কিন্তু সুর ও ভাব ঠিক রেখে আমি এই গানটি গেয়েছি। শ্রদ্ধেয় রুনা লায়লা আমাদের সঙ্গীতাঙ্গনের আইকন। তার গাওয়া আমার সবচেয়ে প্রিয় গান এটি। এই গানটিই নতুন করে গাইলাম নিজের ভালোলাগা থেইে। শুধু আমি নই, আমাদের সবাইকেই এভাবে ভালো ভালো গানগুলো আবার গাওয়ার মধ্যদিয়ে বাঁচিয়ে রাখতে হবে।’ সামিরা আব্বাসীর গাওয়া গানটি আগামী ঈদে প্রকাশ পাবে। এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সামিরা আব্বাসী ও আতিকুর রহমানের উদ্যোগে ‘মাইন্ড অ্যান্ড মিউজিক’র আয়োজনে প্রবাসে আগামী প্রজন্মের বাংলাদেশী শিশুদের বাংলা গানের বিকাশের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিরাট গানের প্রতিযোগিতা। যার নাম ‘নর্থ আমেরিকা বেঙ্গল স্টার’। এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পীরা। সামিরা আব্বাসীর গানের অ্যালবাম ‘আবার ভালোবাসার সাধ জাগে’, গজলের অ্যালবাম ‘রঞ্জিস সাহি’ ও ‘গজল উইথ সামিরা’ বাজারে পাওয়া যাচ্ছে। সম্প্রতি তিনি আমেরকিায় ‘ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টি’র বাংলাদেশী কার্যকরী পরিষদের সদস্য হয়েছেন। তিনি সংস্কৃতি বিষয়ের দায়িত্বে আছেন। সামিরা আব্বাসীর গানের গুরু তার বাবা হলেও তিনি তালিম নিয়েছেন পন্ডিত অজয় চক্রবর্তী ও ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কাছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন